International Women’s Day: Some of the Inspiring Campaigns by Brands in Bangladesh | Part 02

Every year on March 8, International Women’s Day is commemorated around the world to honor and respect the women in our lives and womanhood in general. The theme for International Women’s Day in 2022 is ‘Break The Bias,’ with the goal of encouraging gender equality throughout the world.

On this important day, we’d like to share some inspiring dynamic & audio-visual campaigns made by various brands in Bangladesh. Continue reading!

Horlicks Women’s Plus (Influencer Campaign)

Today on International Women’s Day, Horlicks Women’s Plus has taken an initiative to generate awareness aiming to help our next generation learn about the gender biases that are so prominent within our world. Let us work towards building a sustainable tomorrow and an equitable world in which our next generation is not exposed to any biases. Lets #StandStrong to #BreaktheBias!

ACI Pure

আমাদের শুদ্ধ চিন্তা ভাবনা পরিবর্তন নিয়ে আসতে পারে সবার জীবনে। আসুন এই নারী দিবসে আমাদের চিন্তায় আনি সমতা এবং শুদ্ধতা।

#ThinkEqual  #ThinkPure #BreakTheBias #IWD #ACIPure

 

Taaga: Guilty Of

We have caught some guilty personalities and brought them in for questioning. Find out what these women and men are guilty of. 

#BreakTheBias #GuiltyOf #IWD2022

BSRM

বাংলাদেশে অধিকাংশ নারী স্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত। অথচ এমনটি হওয়া উচিৎ নয়। এই আন্তর্জাতিক নারী দিবসে আসুন শপথ নিই, বৈষম্যহীন সমাজের। তাহলেই দেশটা হবে সুন্দর ও নিরাপদ।

Most women in Bangladesh are deprived from the property. But the real scenario should be different. On this International Women’s Day, let’s take an oath for a life without bias to ensure a beautiful and safer country.

#BSRM #BuildingASaferNation #BreakTheBias #IWD2022

 

Yamaha Bangaldesh

বাধা পেরিয়ে এগিয়ে চলার পথকে সহজ করতে নারীদের পাশে আছি আমরা । 

#BreakTheBias  #IWD2022 #YAMAHA #RevsYourHeart

Hawk Eye Digital

ঘরে কিংবা বাহিরে, নারী অবদান রাখে সর্বক্ষেত্রে। কিন্তু ঘরের কাজের বেলায় আমরা পক্ষপাত করি এসব কাজের স্বীকৃতি জানাতে। প্রশংসাহীন এসব কাজের আর্থিক মূল্য কত, তা আমরা ক’জনই জানি।

আন্তর্জাতিক নারী দিবসে আমরা ধন্যবাদ জানাতে চাই অফিসে কিংবা বাসায় অবদান রেখে চলা সকল নারীদের।

#hawkeyedigital #womenempowerment #InternationalWomensDay2022 #IWD2022 #womensday #genderequity #BreakTheBias

 

Joya Moving Forward

নারীর পরিচয় যদি গৌরবেরই হয়, তবে নারী হবার এই যাত্রা নিয়ে কেন এতো লুকোচুরি? কেন এতো শঙ্কা এবং লজ্জা? আসুন, পরিবার থেকেই উদযাপন করতে শিখি নারীত্বের প্রথম অধ্যায়। 

নারী দিবসের শুভেচ্ছা জানাই সকল নারীকে। 

#MyFirstPeriod #JoyaSanitaryNapkin #BreakTheBias

Blackboard Strategies

Let’s question our perceptions and see where we stand. Because change comes from within.

Mbrella 

আমরা আশাবাদী নতুন প্রজন্মের নারীরা এগিয়ে যাক তাদের স্বপ্ন পূরণে এবং অবদান রাখুক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। 

এমব্রেলার পক্ষ থেকে সকলকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

#আন্তর্জাতিক_নারী_দিবস_২০২২

Glitter Kitchen

আছে কি এমন কোনো নিয়ম লেখা, যা দেখায় ঘরের কাজে পুরুষের অংশগ্রহণে নিষিদ্ধতা ? 

সেই দেয়াল টি কিসের যা শিক্ষিত সমাজে আজও পুরুষকে বারণ করে নিজের সংসারে হাত বাড়াতে ? প্রশ্ন টা থাকুক আজ নিজের প্রতি, ঘরের কাজ কি শুধু নারীদের জন্যই বরাদ্দ করা ? 

পরিবর্তনের শুরু টা হোক নিজের ঘর  থেকেই ! 

#Glitter #BreaktheBias #InternationalWomensDay2022

Gazi Group

আমদের দেশ এখন সবকিছুতেই এগিয়ে।তারপরও পরিবর্তন হয়নি কিছু মানুষের মন্দ স্বভাব। দেশ ও সমাজের উন্নতিতে  নারী-পুরুষ উভয়েরই রয়েছে সমান অবদান। কিন্তু কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে প্রতিনিয়তই হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময় নারীরা। আমাদের ইচ্ছা এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা পারি এই পরিস্থিতির পরিবর্তন করতে, সকল নারীদের একটি নিরাপদ জীবন যাপন করার সু্যোগ করে দিতে। আসুন আমরা সবাই মিলে খুলে দেই নারীদের জন্য একটি সম্ভাবনার দুয়ার যেন তাদের আর প্রতিবন্ধকতার বেড়াজালে নিজেদের আটকে রাখতে না হয়।

আজ আন্তর্জাতিক নারী দিবসে গাজী গ্রুপ এর পক্ষ থেকে সকল নারীদের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

#gazidoors #breakthebias #womensday2022

 

Daraz

বিভিন্ন পেশায় নিয়োজিত থাকা বাংলার বাঘিনীরা আজ এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দেশকে। দেশের অগ্রগতিতে বিভিন্ন ক্ষেত্রে নারীরা রেখেছে তাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও সাহসীকতার ছাপ। হাজারো বাঁধা-বিপত্তি পেরিয়ে সামনে এগিয়ে চলছে বাংলার দূর্বার নারী। আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের সকল পেশার এই দূর্বার নারীদের দারাজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

#breakthebias #daraz #darazdurbar #liveyourdreams

 

Epyllion Group

The SKY is your limit

International Women’s Day 2022

#break_the_bias_2022

Unilever Career

At Unilever Bangladesh, we have women working at the forefront of our business in STEM and in sales roles who lead from the front and help us achieve our purpose everyday.

Fabliha Ahsan, Territory Manager, Mohammadpur territory, Central South region, realized through her journey that in a sales role, challenges bring out the best opportunities and when it comes to business, knowledge surpasses gender. Here’s her story. 

This International Women’s Day, let’s take a pledge to #BreakTheBias!

#IWD2022 #BreakTheBias #WomeninFrontline

BATB

As we look forward to observe International Women’s Day this year, BAT Bangladesh’s Leadership Team comes together to speak on our progress  and how we are committed to harness the strength of inclusion. 

#BreakTheBias #IWD2022

Markedium x UNDP

বিভিন্ন প্রতিকূল অবস্থা সত্ত্বেও, নারীরা আজ সুন্দর ও টেকসই ভবিষৎ গড়ার কাজে নেতৃত্ব দিচ্ছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। সেরকম একজন নারীর গল্পই এখানে তুলে ধরা হয়েছে। আর তার মতো হাজারো নারী উদ্যোক্তাদের পাশে আছে আমাদের Anondomela shop ও নারীদের মনের সাহস বাড়াতে আনন্দমেলার সাথে কাজ করছে Moner Bondhu |  আন্তর্জাতিক নারী দিবসে সেই সকল নারীদের আমাদের আন্তরিক অভিবাদন যারা সমস্ত বাধা পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর একটা জায়গা করে নিয়েছেন, এবং দেশকে সামনে নিয়ে যাচ্ছেন। #IWD2022

IPDC Finance

এখনও আমাদের সমাজে নারীর উপরে অন্যের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চেষ্টা করা হয়, যা নারীর মৌলিক অধিকারের লঙ্ঘন। নারীবিরোধী নেতিবাচক মানসিকতার বাঁধা পেরিয়ে বেরিয়ে আসুক প্রতিটি নারী। কেবলমাত্র নারী বলেই কেউ না হোক বৈষম্যের শিকার। নারী হোক সাহসী স্বপ্নদর্শী স্বাধীন।

#IPDCWomensDay2022 #IPDCPriti #BreakTheBias

 

Radhuni

আমরা পেয়ে গিয়েছি এবারের চার কীর্তিমতীকে। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ১৬-তম বারের মতো রাঁধুনী’র উদ্যোগে এই সম্মাননা পেয়েছেন তারা। সারাদেশ থেকে পাঠানো অসংখ্য মনোনয়ন যাচাই-বাছাই করে বিশেষ নির্বাচক প্যানেল এবারের কীর্তিমতীদের নির্বাচন করেছেন। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখে বগুড়ার ফৌজিয়া হক বীথি পেয়েছেন কীর্তিমতী হিতৈষী সম্মাননা ২০২১, রাজশাহীর নিলুফা ইয়াসমিন পেয়েছেন কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননা ২০২১, সিলেটের সাংবাদিক অমিতা সিন্হা পেয়েছেন কীর্তিমতী সাংবাদিক সম্মাননা ২০২১ এবং নওগাঁর তাসমিনা আক্তার পেয়েছেন কীর্তিমতী ক্রীড়াবিদ সম্মাননা ২০২১।

Shanta Holdings Ltd.

Whether in the role of a mother, sister, wife, or professional; women are an inspiration in every aspect of life and continuously defy the odds. 

Let’s all pledge to create a more equal world and #BreakTheBias!

Celebrating INTERNATIONAL WOMEN’S DAY 2022!

#GenderEquality #IWD2022 #WomensDay #BreakTheBias #ShantaHoldings #settingstandards

Brac Bank TARA

লক্ষ্যপূরণে আগে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আত্মবিশাসী হতে হবে যে ‘আমি পারবো’। তারপর পাল্টাতে হবে সমাজের দৃষ্টিভঙ্গি। আমাদের অদম্য মেধাবীরা এভাবেই এগিয়ে নিয়ে যাবে দেশকে। সবার জন্য সমান সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে এই অদম্য মেধাবীরাই হোক সবার অনুপ্রেরণা।

#BreakTheBias #BRACBank

Fresh

কিচেনে হোক কিংবা ছবির ক্যানভাসে, সংসারে হোক কিংবা মহাবিশ্বে নারীরা নিজেকে উৎসর্গ করেন সবাইকে ভালো রাখার উদ্দেশ্যে। তাই নারীদের সীমাবদ্ধ না করি বরং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলি এক সমৃদ্ধ পৃথিবী। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। 

#breakthebias #internationalwomensday

Maggi

ঘরে-বাইরে, জানা-অজানা অসংখ্য নারী কোনো না কোনোভাবে আমাদের লাইফকে অসাধারণ বানায়। শ্রম, মেধা এবং ভালোবাসা দিয়ে ম্যাজিকাল হাতে তাঁরা জয় করে সবকিছু! এই নারী দিবসে MAGGI স্বাদ-এ ম্যাজিক এই ম্যাজিশিয়ানদের জানায় শুভেচ্ছা আর Thank You!   

আপনার লাইফের ম্যাজিশিয়ানকে Thank You জানাতে, MAGGI ইনবক্সে বা পোস্টের কমেন্টে তাঁকে ট্যাগ করে Thank You নোট লিখুন। আপনার লেখা Thank You নোট জিতে নিতে পারে MAGGI গিফ্‌ট হ্যাম্পার ও ৫০০০ টাকার গিফ্‌ট ভাউচার!

#HappyWomensDay #BreakTheBias

 

 

Leave a Reply