International Women’s Day: Some of the Inspiring Campaigns by Brands in Bangladesh

Every year on March 8, International Women’s Day is commemorated around the world to honor and respect the women in our lives and womanhood in general. The theme for International Women’s Day in 2022 is ‘Break The Bias,’ with the goal of encouraging gender equality throughout the world.

On this important day, we’d like to share some inspiring campaigns made by various brands in Bangladesh. Continue reading!

 

AURA

“এই কালারের কাপড় পড়েছো কেন? তোমাকে আরও কালো লাগবে!”,
“মেয়েটা দেখতে ভালই কিন্তু রঙটা ময়লা”,
“একটু সাদা সাদা মেকআপ করো, তোমাকে ফর্সা লাগবে”,
“এই এত কালো মেয়ের বিয়ে হবে কিভাবে?”,
“তোমার ভাই বোন তো ফর্সা! তুমি এত কালো কেন?”,
আপনাদের কি কখনো এমন কথা শুনতে হয়েছে? আমাদের কমেন্টে জানান
#BreakTheBias
#IWD2022 #Aura #womensday #myaura

Taaga – Aarong

This International Women’s Day, TAAGA has brought together individuals who are guilty of imagining a world free of bias, stereotypes, and discrimination. They are guilty of speaking up for women and supporting gender equality. Let’s celebrate these trailblazers who are setting examples for a world without gender bias. Let us know what you’re guilty of.
#BreakTheBias #GuiltyOf #IWD2022

bKash

নারীর হাতেই গড়ছে বিশ্ব। পুরোনো ধারনার মত একই ধরনের কাজের মধ্যে আটকে নেই তাঁরা। নতুন কাজে নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন নির্দ্বিধায়। নিয়ে আসছেন সফলতা। তেমনই ২৪/৭ সার্বক্ষণিক বিকাশ সেবা নিশ্চিত করতে সমানতালে নিরন্তর কাজ করে যাচ্ছেন নারীরা। অন্য সবার সাথে এইসব নারীরা আছেন বলেই বিকাশ নিরবচ্ছিন্নভাবে আপনাদের সেবা দিয়ে যাচ্ছে।

চিন্তা করে বলুনতো কে কি ধরনের কাজ করেন? আসুন এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা অনুমান করি তাদের কাজ সম্পর্কে। ছবি আর সংলাপ দেখে অনুমান করুন তাঁর কাজের ধরন? জানিয়ে দিন কমেন্টে। বিকাশ-এ কর্মরত সকল নারীদের গল্প থেকে নির্বাচিত ৮টি গল্প নিয়ে ‘তুমি না থাকলে’ সিরিজের পূর্ণ গল্পগুলো জানতে চোখ রাখুন…

Brac Bank Tara

বাংলাদেশে এই প্রথম ব্র্যাক ব্যাংক নিয়ে এলো নারী উদ্যোক্তাদের জন্য মাত্র ৪% রেটে ‘তারা’ উদ্যোক্তা লোন। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের ২৪/৭ কলসেন্টার 16221-এ। অথবা আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংক বাঞ্চ বা এসএমই ইউনিট অফিসে যোগাযোগ করুন। ঠিকানার জন্য ভিজিট করুনঃ www.bracbank.com.

 

Unilever Bangladesh

At Unilever Bangladesh we are constantly developing our policies and workplace facilities to make us a more equitable organization for all genders. At the same time, we are working towards creating more opportunities and building skills to foster future talents. 

As we stand at 41% gender balance at the managerial level at Unilever Bangladesh, below are some of the initiatives we took over the past few years to better the lives of our female leaders and break the bias. We hope to keep on evolving and supporting our leaders and their journeys towards becoming the changemakers of the world.

#IWD2022 #BreakTheBias #LeagueOfFutureLeaders

Banglalink Careers 

This March, join Banglalink Digital Communications Limited in celebrating our inclusive culture and raising awareness towards bias against women. Let us reimagine our world as diverse, equitable and inclusive.

Happy International Women’s Day to everyone!

#IWDWithBanglalink #BreakTheBias #Rethink #Restart #Recreate

Chaldal.com

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চালডাল-এর পক্ষ থেকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা সকল নারীদের প্রতি, যাদের সংগ্রামী ও অসাধারণ প্রচেষ্টায় পৃথিবী হয়ে উঠেছে আরো সুন্দর।

Happy Women’s Day♀️

#BreakTheBias #chaldal_bd #internationawomensday2022

Dhaka Bank

Happy International Women’s Day! Let’s build a world of equality along with women in leadership
#breakthebias #IWD2022

Grameenphone

চারপাশে হাজারটা মানুষের ভুল ধারণাগুলো পালটে দেওয়ার এখনই তো সময়! সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা!
#breakthebias

KFC

Share your story on how you broke the bias just like the women of KFC shared their stories. Comment your stories of bravery, courage and fearlessness on how you broke the bias.
#KFCBangladesh #WomensDay #BreakTheBias #IWD

Metlife Bangladesh

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। পরিবার, দেশ, সমাজ ও অর্থনীতিতে নারীর অবদানকে সম্মান জানিয়ে চলুন পালন করি এই দিনটি। আন্তর্জাতিক নারী দিবস হোক সকল নারীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সফলতার অনুপ্রেরণা। জীবনের পথে চলুন একসাথে এগিয়ে যাই।
#IWD2022 #BreakTheBias

Mad Chef

No matter what women do, they’re called mad.

?Yes, they are mad, madly talented, madly resilient, madly brave to live and thrive in a world that offers less, judges too quickly. This International Women’s Day, we want to know YOUR crazy ideas, your MADDEST dreams!

?Tell us your MADDEST dreams in the comment section and 3 lucky winners will get the chance to win a special International Women’s Day gift from Madchef!

#MadWomen #BreakTheBias

Dominos

Presenting an outlet fully run by WOMEN! We’ll be there waiting for you in UTTARA. So, hurry up! Let’s make a difference and break the bias.
#Dominos #BreakTheBias #HappyWomensDay

Foodpanda

This year, let’s pledge to #breakthebias and forge a world that’s diverse, equitable, and inclusive. A world where difference is valued and celebrated, today and every day.

Happy Women’s Day!

Hungrynaki

Break the chains that stop you from flying high, Break the Bias. Happy Women’s Day to all the strong women out there who never give up! ❤️
#hungrynaki #womensday #breakthebias

 

Red x

কথার বাধা ভেঙে লক্ষ্যে পৌঁছে যাক নারীরা। পৃথিবীর সকল নারীদের REDX জানায় আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

#ThinkoutoftheBox #BreakTheBias #REDX #লক্ষ্যেপৌঁছাবোই

Berger

ঘরে ও বাইরে নারীর সকল ধরনের অবদান পাক সমমূল্যায়ন। আর সেই মূল্যায়নের রঙেই আসুক সমতার রঙ। সবাইকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।

#WomensDay #BergerPaints #BergerPaintsBangladesh

Aarong Dairy

Break the bias for a sustainable and prosperous future. International Women’s Day is whispering to celebrate the freedom of women.Happy International Women’s Day.
#BreakTheBias


Walton

তুমি অনন্যা, তুমি যোদ্ধা, তুমি মমতাময়ী, তোমার মাঝেই আছে সৃষ্টির শক্তি!

ওয়ালটন পরিবারের পক্ষ থেকে সকল নারীকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা! আসুন আজ নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে শপথ নিই বৈষম্যহীন ভবিষ্যতের, ভেদাভেদহীন পৃথিবীর।
#BreakTheBias #InternationalWomensDay #IWD2022 #Walton #WaltonBD

Confidence

নারীদের পৃথিবীটা হোক তাদের ইচ্ছের আদলে। পৃথিবীর সকল নারীর প্রতি কনফিডেন্স গ্রুপের পক্ষ থেকে ভালোবাসা ও সম্মান।

#LetsBelieve #ConfidenceGroup #infrastructure #InfrastructureBangladesh #PowerSectorBangladesh #TelecommunicationBangladesh
#womensday #women #internationalwomensday #breakthebias

Ruchi

প্রথম নারী হিসেবে মহাকাশ জয়- ভ্যালেন্তিনা তেরেসকোভার এই অসামান্য অর্জন যুগ যুগ ধরে সারা বিশ্বের নারীদেরকে অনুপ্রাণিত করছে, সব বাধা ভেঙে অসম্ভবকে সম্ভব করার। আন্তর্জাতিক নারী দিবসে এই মহান কিংবদন্তির প্রতি বিনম্র শ্রদ্ধা।

#InternationalWomen’sDay #RuchiExploreLimitless

RAK Ceramics

“মেয়েরা পুতুল নিয়ে খেলবে, গাড়ি খেলনা দিয়ে কেন?”, “একা মেয়ে দেশের বাইরে কীভাবে ঘুরতে যাবে?” এরকম হাজারো শব্দের শেকলে বাধা পড়ে নারীদের কল্পনার জগত।  

আপনি সমাজের কোন বাধাটি অতিক্রম করেছেন তা লিখুন সাথে Break the Bias- এর পোজে ছবি তুলে আপলোড করুন আর উৎসাহিত করুন অন্যদেরকে। 

১। ছবিটির সাথে হ্যাশট্যাগ ব্যবহার করুন  #breakthebias #rakceramics #internationalwomensday 

২। ট্যাগ করুন ফ্রেন্ডদের যারা সমাজের বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছে।

Praava Health 

নারী মানে আত্মবিশ্বাসে দ্বিধাহীন, সব কিছুতে তুলনাহীন। কিন্তু পরিবারের কথা ভাবতে গিয়ে অনেক সময় তারা নিজেদের প্রতি অবহেলা করে থাকেন। এই ‘বিশ্ব নারী দিবস’-এ সকল নারীদের প্রতি শ্রদ্ধা স্বরূপ আমরা চাই তাদের নিজেদের স্বাস্থ্য ভাবনার সঙ্গী হতে।

#BreakTheBias

রেজিস্ট্রেশন করুন, প্রথম ৫০ জন সদ্য মায়ের জন্য ফ্রি ভিডিও কন্সালটেশন এবং অন্য সকল নারীর জন্য ভিডিও কন্সালটেশনের উপর ২২% ডিসকাউন্ট, ৮ এবং ৯ মার্চ-এ।

এছাড়াও রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাভা হেলথ এর কর্পোরেট ক্লায়েন্ট অন্তর্ভুক্ত সকল নারী পাচ্ছেন ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’ এর সব সার্ভিসের উপর ২২% ডিসকাউন্ট, ৩১ মার্চ ২০২২ পর্যন্ত।

রেজিস্ট্রেশন এর শেষ সময়: ৭ মার্চ ২০২২ দুপুর ১২:০০ টা পর্যন্ত
রেজিস্ট্রেশন লিংক: https://go.praavahealth.com/womensday

শর্তাবলী দেখুন রেজিস্ট্রেশন লিংক-এ

Pran

সকল নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। নারী হোক শৃঙ্খলমুক্ত , সম্ভাবনার দুয়ার হোক উন্মুক্ত। 

#HappyWomensDay #PRANDairy #PranMilk

Pran Spice

নারী-পুরুষ ভেদাভেদের দিন শেষ হয়েছে অনেক আগেই! যে-কোনো ক্ষেত্রেই নারীরা এখন এগিয়ে চলেছে সমান তালে! এই নারী দিবসে পক্ষপাতিত্ব ভেঙে এগিয়ে চলা সকল নারীদের প্রাণ স্পাইস জানাচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের শ্রদ্ধা এবং শুভেচ্ছা!
#PRANSpice #internationalwomensday #breakthebias

Fresh

আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২২।
ভালোবাসার স্বাদ অটুট রেখে, জীবনকে প্রতিদিন সুন্দর ও বৈচিত্র্যময় করে তোলা প্রতিটি নারীকে, ফ্রেশ গুঁড়া মশলার পক্ষ থেকে জানাই অকৃত্রিম ভালোবাসা।

Pushti

মাছের মাথা, মুরগির রান কে খাবে কিংবা রান্নার মেন্যু কী হবে সব সিদ্ধান্তে পুরুষদেরকে প্রাধন্য দেওয়া হয়। কেন এই পক্ষপাতিত্ব?

সকল পক্ষপাতিত্ব ভুলে নারী পুরুষ সকলের সমতায় গড়ে তোলা সম্ভব সুন্দর পৃথিবী। আন্তর্জাতিক নারী দিবসে পুষ্টির পক্ষ থেকে সকল নারীকে শ্রদ্ধা এবং ভালোবাসা।

#breakthebias #internationalwomensday

Teer

আমাদের জীবনকে পরম স্নেহ- মমতা-ভালোবাসা-শাসনে আগলে রাখা নারীদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের শ্রদ্ধা ও ভালোবাসা
#HappyWomensDay2022 #TEER

ACI Motors Ltd.

আন্তর্জাতিক নারী দিবসে এ সি আই মটরস্-এর পক্ষ থেকে সকল নারীর জন্যে রইলো শুভেচ্ছা!

Akij Ceramics

We as Akij Ceramics draw inspiration from the women’s strength and grace. Wishing every wonderful woman a happy women’s day

#HappyWomensDay #breakthebias #Vanita #AkijCeramics #PromiseOfPerfection #NumberOneCeramicTilesBrand

Rupchada

কাজের যেমন কোনো ভেদাভেদ নেই, তেমনই নারীদের সমাজে স্থান নিয়ে করা যাবে না কোনো পক্ষপাতিত্ব। সমতার ভিত্তিতে আসুন পাল্টাই নিজেদের দৃষ্টিভঙ্গী। সহজ করে তুলি নারীদের চলার পথ।

Igloo

নারী পারেনা এমন কোনো কাজ পৃথিবীতে নেই। প্রয়োজনে নারী যেমন কোমল, তেমনই কঠিন। তাই নারী চাইলেই ভেঙে দিতে পারে সকল বৈষম্য। চলুন ভেঙে দেই সকল বৈষম্য। #breakthebias

Xiaomi

সব বাধা অতিক্রম করে নারী এগিয়ে যাক একটি বৈষম্যহীন আগামীর দিকে। শাওমি পরিবারের পক্ষ থেকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।#XiaomiBangladesh #RedmiBangladesh #womensday2022

Maggi

ঘরে-বাইরে, জানা-অজানা অসংখ্য নারী কোনো না কোনোভাবে আমাদের লাইফকে অসাধারণ বানায়। শ্রম, মেধা এবং ভালোবাসা দিয়ে ম্যাজিকাল হাতে তাঁরা জয় করে সবকিছু! এই নারী দিবসে MAGGI স্বাদ-এ ম্যাজিক এই ম্যাজিশিয়ানদের জানায় শুভেচ্ছা আর Thank You!   

আপনার লাইফের ম্যাজিশিয়ানকে Thank You জানাতে, MAGGI ইনবক্সে বা পোস্টের কমেন্টে তাঁকে ট্যাগ করে Thank You নোট লিখুন। আপনার লেখা Thank You নোট জিতে নিতে পারে MAGGI গিফ্‌ট হ্যাম্পার ও ৫০০০ টাকার গিফ্‌ট ভাউচার!

#HappyWomensDay #BreakTheBias
অংশগ্রহণের শেষ সময়ঃ ১৩ মার্চ, ২০২২ রাত ১১: ৫৯
বিস্তারিত জানতে ক্লিক করুনঃ https://docs.google.com/…/17ALhDyt9cyJw8MOtsaJa…/edit…

Apex

প্রতিটি নারীর গল্পই দুর্বার, ঠিক সূর্যালোকের মতন, যা আঁধার সরিয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে। সব অসমতাকে চূর্ণ করে এগিয়ে চলা সকল নারীর প্রতি শ্রদ্ধা। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।

Bata

Celebrating all women on #IWD2022. Helping women become anyone they want to be since 1894.
#Batashoes #breakthebias #BataBangladesh

Lotto

Happy International Women’s Day

Senora

Agora

“Women of Tomorrow, Break The Bias, Know Your Power”

আগোরার পক্ষ থেকে সকল নারীদের প্রতি রইলো আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা!

#BreakTheBias #Agora #QualityYouCanTrust

HEALTHx

স্তন, জরায়ু, ফুসফুস কিংবা থাইরয়েড ক্যান্সার, দেশ ও বিশ্বব্যাপী নারীরা সামাজিক ও পারিপার্শ্বিকসহ বিভিন্ন কারণে এ বিষয়ে অনেকাংশেই সচেতন নন; আছে যত্নে ও অবহেলা।
বিশ্ব নারী দিবসে HEALTHx নারীকে সচেতন করার অঙ্গীকার নিয়ে তাই অভয় দিতে চায়।
নারী হোক সচেতন, নারী যত্ন নিক নিজের।
#healthx #health #digitalhealth #digitalhealthcare #healthcare #womensday #womensday2022 #cancerawareness

Abul Khair Steel 

সমাজের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের প্রতীক হয়ে অনুপ্রেরণা প্রদানকারী সকল নারীদের জানাই বিশ্ব নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা।

-আবুল খায়ের স্টীল

#worldwomensday #womensrights #AbulKhairSteel

Bashundhara Diapant

সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে শুধু একজনের প্রচেষ্টাই যথেষ্ট নয়। মা এবং বাবা দু’জনের অংশগ্রহণেই, নতুন প্রজন্ম এগিয়ে যাক দারুণ এক আগামীর পথে। এই কামনায় বসুন্ধরা ডায়াপ্যান্ট-এর পক্ষ থেকে সব মায়ের জন্য রইলো আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। 

#BashundharaDiapant

Bashundhara LP Gas Ltd.

আমাদের সমাজে প্রচলিত জেন্ডারভিত্তিক বিভেদের কারণে ছেলে ও মেয়ের কাজকে বরাবরই দেখা হয়েছে পৃথকভাবে। রান্না, ঘর সামলানো এসব মেয়েদের কাজ; খেলাধুলা, রাজনীতি, ব্যবসা, এসব কাজ মেয়েরা করতে পারেনা- এভাবে নানা উপায়ে কাজে বৈষম্য তৈরি করা হয়েছে। তবে এই বিভেদে দমে যাননি সমাজের অসংখ্য সাহসী নারী-পুরুষ, যারা কাজের গতানুতিক জেন্ডার ধারণা ভেঙ্গেছেন, নিজ মেধা ও পরিশ্রমের গুণে করে চলেছেন নিজের পছন্দের কাজ। এই আন্তর্জাতিক নারী দিবসে তাঁদের প্রতি জানাই স্যালুট। আপনিও  কমেন্টে ট্যাগ করুন আপনার আশপাশের সেই সাহসী মানুষটিকে যিনি নিজ চেষ্টায় জ্বলে উঠেছেন, দেখিয়ে দিয়েছেন কাজের কোনো জেন্ডার হয়না।

Beximco Pharma

Happy Women’s Day!

This year’s theme is “Break The Bias”.We believe women should break the bias and start focusing on self-care. Why not begin by taking care of your bladder health?

If you witness any symptoms of UTI such as burning sensation, frequent urination or abdominal pain kindly avoid delay and contact your health care professional immediately.

#IWD2022.

BRB Cables Ltd.

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের জানাই শুভেচ্ছা

Ispahani Mirzapore Tea

প্রতিদিন হাজার রকমের নেতিবাচক মন্তব্য উপেক্ষা করে নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে আমাদের নারীরা। আন্তর্জাতিক নারী দিবসে এমন সব অতুলনীয় নারীদের জানাই ভরপুর শুভেচ্ছা।
বিশেষ এই দিনে আপনিও শেয়ার করুন আপনার এগিয়ে যাওয়ার গল্প।

 

Bashundhara Sauce

নারী। কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী। তাই নারীদের প্রতি আমাদের হৃদয়ে একটা গভীর মমতা কাজ করে। কিন্তু শুধু মমতায় নয়। নারীকে রাখতে হবে সমতায় । বিশ্বাস রাখতে হবে, পুরুষ ও নারী কর্মে ও প্রতিভায় আলাদা কিছু নয়। তাই মমতার পাশাপাশি নারীদেরকেও দিতে হবে সমান মর্যাদা ও অধিকার।
বিশ্ব নারী দিবসে বসুন্ধরা হট টমেটো সস্-এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা।

Fresh Biscuits

আজ ৮ই মার্চ- আন্তর্জাতিক নারী দিবস ২০২২।
কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে নারীদের অবদান ছাড়া আমরা কি সত্যিই একটি দিনও ভাবতে পারি?
তাই আসুন, শুধু আজকের দিনই নয়- বছরের প্রতিটি দিনই তাদের জানাই সম্মান ও ভালোবাসা। প্রতিটি দিনই তাদের জন্য আরেকটু স্পেশাল করে তুলতে সচেষ্ট হই। ফ্রেশ বিস্কুটের পক্ষ থেকে এটাই রইলো প্রত্যাশা।

Truck Lagbe
Salute to all those women out there, who are setting examples and choosing to fight back stereotypes every day to achieve their dreams.

 

DBL Ceramics

Let’s be responsible for our own thoughts and actions and create a world free of bias, stereotypes, and discrimination.
Happy Women’s day!
#BreakTheBias #IWD2022 #DBLceramics

Kazi Farms Kitchen
নারীকে আনাড়ি ভাবা বন্ধ করি। একটা টেকসই আগামীর জন্য বদলে ফেলি এই দৃষ্টিভঙ্গী। কারণ নারী-পুরুষ মিলেই গড়ে তুলতে হবে এক নিশ্চিন্ত আগামী।
এমন প্রত্যাশায় সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

 

Mr. Noodles

প্রত্যেক নারীই অসাধারণ!
অসংখ্য প্রতিকূলতা থাকা সত্ত্বেও পরিবার কিংবা কর্মক্ষেত্র সকল জায়গাতেই তাদের আছে গুরুত্বপূর্ণ অবদান।
আমাদের সকলেরই জানা শোনার মাঝে আছেন এমন এক্সট্রা অর্ডিনারী নারী।
এমন অসাধারণ নারীদের ছবি ও গল্প কমেন্টে অথবা ইনবক্সে শেয়ার করুন আমাদের সাথে। চাইলে তাদের ট্যাগ করেও আপনি আপনার মতামত শেয়ার করতে পারেন।
নির্বাচিত অংশগ্রহণকারীর উল্লেখিত নারীদের সম্মানিত করার প্রয়াস আমাদের থাকবে।
*গল্প ও ছবি শেয়ার করার শেষ সময়- ১৫ মার্চ, ২০২২।

 

Olympic Industries Limited

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। বিশ্বব্যাপী নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে পালিত হয় এই দিনটি। অলিম্পিক পরিবারের পক্ষ থেকে সকল নারীকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।

BD Foods Ltd.

“নারীর এগিয়ে চলা হোক দৃঢ় প্রত্যয়ে”- আন্তর্জাতিক নারী দিবসে “BD Foods Limited” পক্ষ থেকে নারী দিবসের শুভেচ্ছা ।

Maya

We feel that women are a prime example of ceaseless curiosity, of boundless bravery, as well as one ceaseless creativity. We express our sincere gratitude to every woman and girl who has been able to free herself from the restrictions and restrain her dreams to pursue her own passions and achieve her goals. Let us all #BreakTheBias

 

Airtel

Happy International Women’s Day! বন্ধুরা বিশ্বাস করে নারী-পুরুষের মধ্যে কোন পার্থক্য নেই। তাই এবারের Women’s Day-তে তুমিও পার্টিসিপেট করো গ্লোবাল #BreakTheBias মুভমেন্টে! দুইহাত ক্রস করে তোলো এরকম একটি ছবি এবং #BreakTheBias হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করো এখানে।
**“এয়ারটেল” রবি আজিয়াটা লিমিটেডের একটি অনুমতিপ্রাপ্ত ব্র্যান্ড © সকল স্বত্ত্ব সংরক্ষিত।

#BreakTheBias #IWD2022 #InternationalWomensDay #iloveAirtel

Elite Paints

নারী দিবসে বিশ্বজুড়ে সকল নারীদের প্রতি শুভেচ্ছা।

Guardian Life Insurance Company Ltd.

আমি আছি সব বাধা বিপত্তিকে অতিক্রম করে, দেশ গড়ার সম্মুখ যুদ্ধে সৈনিক হিসাবে।
গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে সকল নারীকে নারী দিবসের শুভেচ্ছা।

 

Matador 

বাধা পেরিয়ে এগিয়ে যাবে নারী আগামীর পথে। আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল নারীকে ম্যাটাডোর-এর পক্ষ থেকে জানাই অভিবাদন।

Fresh Drinking Water

ঘরে-বাইরে ও সামাজিক মাধ্যমে, নারী থাকুক নিরাপদ সবখানে। সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার-এর পক্ষ থেকে সকল নারীকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply